নীলফামারীর ডোমারে ভারত থেকে ছেড়ে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আমিজার রহমান (৬২) নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার (২৬ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার চিকনমাটি দোলা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আমিজার রহমান উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের কাউয়াতলী এলাকার মৃত মান্দের আলীর ছেলে।
জিআরপি পুলিশ সূত্রে জানা গেছে, ভারত হতে ছেড়ে আসা মিতালী এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটি ও ডোমার স্টেশন পার হয়ে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের অভিমুখে যাত্রা করে। বিকাল ৩টার দিকে চিকনমাটি দোলাপাড়া এলাকায় মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ রেল লাইনে হাঁটার সময় কাটা পড়ে।
আমিজার রহনানের নাতি জামিয়ার রহমান (২৪) বলেন, দাদা আগে ইট ভাটায় শ্রমিকের কাজ করতো। তিনি প্রায় নিখোঁজ হয়ে যেত। বেশ কয়েকমাস হতে দাদা মানসিক সমস্যায় ভুগছিল।
সৈয়দপুর জিআরপি থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজু আহম্মেদ/এএইচ/জেআইএম