হবিগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ছেলেদের হাতে বাবাকে খুনের অভিযোগ উঠেছে। এ নিয়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত ব্যক্তি কিতাব আলী সদর উপজেলার দরিয়াপুর গ্রামের মৃত মোজ্জাফ্ফর আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।কিতাব আলীর বোন জমিলা খাতুন ও পুতুলা আক্তার এবং ভাই বিলাত আলী অভিযোগ করে জাগো নিউজকে বলেন, কিতাব আলী কয়েক মাস আগে বিভিন্ন স্থানে প্রায় তিন কোটি টাকা মূল্যের জায়গা বিক্রি করেছেন। উক্ত টাকার ভাগ বাটোয়ারা নিয়ে কিছুদিন ধরে তার ছেলে জুয়েল ও আলামিনের বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে ছেলেদের হাতে বাবা খুন হয়েছেন।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় কিতাব আলীর ছেলেরা তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে এলাকায় মাইকযোগে প্রচার করেন। এসময় আশপাশের লোকজন তাকে শেষবারের মতো দেখতে ভিড় জমান। সন্ধ্যায় স্থানীয় কয়েকজন তার মরদেহ গোসল করাতে গেলে শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। বিষয়টি তারা এলাকাবাসীকে জানালে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাসেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।কিতাব আলীর ছেলে জুয়েল ও আলামিন জানায়, তাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয়েছে। বাবা স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই চেষ্টা চালাচ্ছে কিছু লোক।এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। তবে এটি হত্যা কি না ময়নাতদন্তের রিপোর্ট পেলেই জানা যাবে।সৈয়দ এখলাছুর রহমান/এমজেড/পিআর