নওগাঁ সদর হাসপাতালের একটি পুরাতন সেপটিক ট্যাংক থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৭টি গুলি ও ৭টি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে গিয়ে গুলি ও গ্রেনেড দেখতে পায় সুইপাররা। দুপুর ২টায় খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, গুলি ও গ্রেনেডের গায়ে মনোগ্রাম ও সোল্ডার ব্যাজ দেখে পুলিশ ধারণা করছে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী এগুলো সেপটিক ট্যাংকে ফেলে রেখে গেছে।তিনি আরো জানান, ট্যাংকটি পরিষ্কার করার সময় গ্রেনেড ও গুলি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। সেখানে আরো অস্ত্র ও গুলি থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।আব্বাস আলী/এমজেড/এআরএ/এমএস