দেশজুড়ে

দোকানে যাওয়ার পথে প্রাণ গেলো ব্যবসায়ীর

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সাত্তার মোল্লা (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পাংশার নওয়াপার পূর্ব পাড়া এলাকায় এ দুঘর্টনা ঘটে।

সাত্তার মোল্লা কুষ্টিয়ার খোকসা উপজেলার বিডিবি মির্জাপুর গ্রামের মৃত ছবেদ আলী মোল্যার ছেলে। তিনি পাংশার সরিষা বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, সাত্তার মোল্লা ভোরে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক গাড়ি শনাক্তসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement

রুবেলুর রহমান/এফএ/জিকেএস