হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অসুস্থ মুরগি কিনে অতিরিক্ত লাভে বিক্রির দায়ে এক ব্যবসায়ীর ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়।
সোমবার (২৭ মার্চ) উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক নুর এ আলম সিদ্দিকী।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার বাজার মনিটরিংকালে একটি মুরগির দোকান পরিদর্শনের সময় অসুস্থ ও মরা মুরগি পাওয়া যায়। পরে জানা যায় ওই ব্যবসায়ী অতিরিক্ত লাভের আশায় স্বল্পমূল্যে অসুস্থ মুরগি কিনে তা বাজারে বিক্রি করছেন। তাৎক্ষণিক মুরগি বিক্রি বন্ধ রাখার নিরাপদ খাদ্য পরিদর্শক নুর এ আলম সিদ্দিকী।
এ সময় শতাধিক অসুস্থ ও মরা মুরগি মাটিতে পুঁতে ফেলা হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অসুস্থ মুরগি বিক্রির দায়ে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান শাহরীয়ার জাগো নিউজকে বলেন, সুস্থ মুরগিগুলোও মনিটরিং করতে প্রাণী সম্পদ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। জনস্বাস্থ্যের জন্য হুমকি মনে হলে সেগুলোও সরিয়ে নিতে বলা হয়।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসজে/জেআইএম