ক্যাম্পাস

পুনর্মিলনী শুধু স্মৃতিচারণই নয়, বিশ্ববিদ্যালয়কে নতুন পথ দেখায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী নবম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চ ও ক্যাফেটেরিয়া চত্বরে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘পুনর্মিলনী শুধু স্মৃতিচারণের জন্যই নয়, বিশ্ববিদ্যালয়কে নতুন পথ দেখায়। পরামর্শ দিয়েও সাবেক শিক্ষার্থীরা যথেষ্ট ভূমিকা রাখতে পারে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাংলাদেশ কর্ম-কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির, উপ-উপাচার্য আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ও অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী অধ্যাপক আমির হোসেন এবং সাবেক শিক্ষক আমিন মুহম্মদ আলী।এরআগে সকাল ১০টায় সমাজবিজ্ঞান অনুষদ থেকে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং পরের বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল অ্যাসোসিয়েশনের সম্মিলনীর বার্ষিক সাধারণ সভা, নির্বাচনী অধিবেশন, স্মৃতিচারণ ও র‌্যাফেল ড্র। এছাড়া বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী এ. কে. এম. শহিদুর রহমান। হাফিজুর রহমান/এনএফ/এমএস