দেশজুড়ে

ঘাটাইলে ভাইয়ের হাতে ভাই খুন

টাঙ্গাইলের ঘাটাইলে ছোট ভাইয়ের হাতে বড় ভাই আনিস মিয়া (৫০) খুন হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধলাপাড়া খালপার এলাকায় এ ঘটনা ঘটে। ঘাটাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, বিকেলে আফাজ মিয়ার ছেলে আনিস মিয়া, গনি মিয়া ও তাদের ভাতিজা সাইফুল এবং শহিদুলের সঙ্গে জমি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গনি ও তার ভাতিজারা মিলে আনিসের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে আনিস মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতের গনি তার বড় ভাইকে গলাটিপে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাতিজা সাইফুল ও শহিদুলকে আটক করা হলেও গনি মিয়া পলাতক রয়েছে।এআরএ/এমএস