কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি দল।
বুধবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাহবিল খিল্লামারা জামে মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান আটকের বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতাররা হলেন, কক্সবাজারের উখিয়ার রাজাপালং খিল্লামারা এলাকার কবির আহমেদের ছেলে আব্দুল আলম (৩৫) ও একই এলাকার রশিদ আহমেদের ছেলে নুরুল হাকিম সুলতান ওরফে বাইট্টা (৩০)।
র্যাব-১৫ এর ওই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী পূর্বদরগাহ বিলের খিল্লামারা মসজিদ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আলম ও বাইট্টাকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে টেকনাফ ও মিয়ানমার থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম