জাতীয়

আজকের ধাঁধা : ০৫ মার্চ ২০১৬

ধাঁধা : ১. ‘গলা জড়িয়ে আসে      রসিক যুবতি,     সযতনে কোমরে      করায়ে বসতি।’২. ‘গণিপতি নহে কিন্তু     এক দন্তধর,     কটিতে বদন তার     দেহ লম্বোদর।’৩. ‘সবাই বাবার ভাইকে ডাকে,     উল্টে দিলে একই থাকে।’৪. ‘গঙ্গাতীরের প্রাচীন রাজধানী শহর,     যার নামে বিখ্যাত এক পাহাড়।’উত্তর :১. কলসি২. ঢেঁকি৩. চাচা৪. রাজমহলএসইউ/এমএস