দেশজুড়ে

কুমিল্লায় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

কুমিল্লায় রেললাইন থেকে মস্তকবিহীন অজ্ঞাত (২৪) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা রেলস্টেশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের অশোকতলা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।কুমিল্লা জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান,  ওই যুবকের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গভীর রাতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।কামাল উদ্দিন/এসএস/এমএস