শরীয়তপুরের গোসাইরহাটে ডোবায় পড়ে শামিউল হাওলাদার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আশ্রাফ আলী ব্যাপারী পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শামিউল হাওলাদার ওই গ্রামের মো. সুফিয়ান হাওয়লাদারের ছেলে। সুফিয়ান ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
নিহতের পরিবার সূত্র জানায়, বাড়ির উঠানে খেলা করছিলো সামিউল। দুপুরে তার মা শামিউলকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশেরডোবায় পানিতে ভাসতে দেখা যায় শামিউলকে। তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগে তার মৃত্যু হয়।
আরএইচ/এএসএম