আইপিএলে আজ দিনের প্রথম ম্যাচ আটকে আছে বৃষ্টিতে। বৃষ্টির কবলে পড়ার কারণে খেলা শেষ হয়নি। এরই মধ্যে লখনৌতে শুরু হয়ে গেছে দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে মুখোমুখি স্বাগতিক লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালস।
Advertisement
এই ম্যাচে লোকেশ রাহুলের সঙ্গে টস করতে নেমে জয় পেলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ধারণা ছিল, আজ ভাড়া করা বিমানে করে গিয়েই হয়তো দিল্লির প্রথম ম্যাচ খেলে ফেলবেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। তবে তাকে একাদশে রাখা হয়নি।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ
Advertisement
লোকেশ রাহুল (অধিনায়ক), কাইল মায়ার্স, দিপক হুদা, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), মার্কাস স্টোইনিজ, আইয়ুস বাদোনি, ক্রুনাল পান্ডিয়া, আভেশ খান, রবি বিষ্ণোই, জয়দেব উনাদকাট, মার্ক উড।
দিল্লি ক্যাপিটালস
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বি শ, রাইলি রুশো, মিচেল মার্শ, সরফরাজ খান (উইকেটরক্ষক), রোভমান পাওয়েল, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ, কুলদিপ যাদব, চেতন সাকারিয়া এবং মুকেশ কুমার।
আইএইচএস/
Advertisement