কুষ্টিয়ায় পোশাকে নতুন স্টিকার লাগিয়ে দাম বাড়ানোর অপরাধে এক দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
Advertisement
রোববার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে পৌর শহরের বিভিন্ন শপিংমলে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল।
তিনি বলেন, কতিপয় অসাধু ব্যবসায়ী ঈদকে সামনে রেখে ইচ্ছেমত দ্রব্যমূল্যের দাম হাঁকাচ্ছেন। তাদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রোববার সকালে কুষ্টিয়া পৌর শহরের বিভিন্ন শপিংমলে যাওয়া হয়। জেলা সেনিটারি ইন্সপেক্টর আরাফাত আলীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সে সময় উপস্থিত ছিলেন।
সুচন্দন মন্ডল আরও বলেন, পুরোনো স্টিকার তুলে নতুন স্টিকারে দাম বাড়ানোর অভিযোগে ইজি নামে পোশাকের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।
Advertisement
আল-মামুন সাগর/এসজে/এমএস