ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের বিল কেন্দুয়াই গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে সংঘর্ষে আহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকরা হলেন- ইকবাল খাঁ (৩০), আল আমিন (২২), তৈয়ব খাঁ (৫০), তরিকুল (২৫), আরজু মিয়া (২৫) ও দুলাল মিয়া (৪৫)।পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিল কেন্দুয়াই গ্রামের বাছির উদ্দিনের বাড়ির লোকজনদের সঙ্গে একই গ্রামের মাস্টার বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে মাষ্টার বাড়ির সাবেক ইউপি মেম্বার হুমায়ুনকে বছির উদ্দিনের বাড়ির লোকজন মারধর করেন। এ নিয়ে শনিবার সকালে বছির উদ্দিনের বাড়ির লোকজন মাষ্টার বাড়িতে হামলা চালান। এ ঘটনার পরই উভয় পক্ষের কয়েকশ লোক দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দুই ঘণ্টা চলা এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে ২০/২৫টি দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে।আজিজুল আলম সঞ্চয়/এফএ/এমএস