দেশজুড়ে

হলের ছাত্রীদের উত্ত্যক্ত করে পদ হারালেন ছাত্রলীগ নেতা

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (২ এপ্রিল) জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হলো। তাকে স্থায়ী বহিষ্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ বরাবর সুপারিশ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, সরকারি মাইকেল মধুসূদন কলেজের শেখ হাসিনা হলের ছাত্রীদের উত্ত্যক্ত ও এক শিক্ষার্থীকে অপহরণ চেষ্টার ঘটনায় নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের সঙ্গে আলোচনা করেই নূর ইসলামকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।

এমএম কলেজ শেখ হাসিনা হলের শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রলীগের প্রচার সম্পাদক নূর ইসলামের নেতৃত্বে বহিরাগত ও অছাত্ররা শহীদ আসাদ হলে থাকেন। তারা প্রতিনিয়ত শেখ হাসিনা হলের মেয়েদের নানাভাবে ইভটিজিং করেন। গভীর রাতের হলের ছাত্রীদের নাম ধরে ডাকেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। হলের প্রধান ফটকের সামনে রাতের বেলায় এসে দাঁড়িয়ে থাকেন। সেখানে ধূমপান করেন।

এছাড়া আসাদ হলের পাশ দিয়ে মেয়েরা গেলেই তাদের নানা কটূকথা বলে উত্ত্যক্ত করা হয়। এ বিষয়ে গত ৩১ জানুয়ারি অধ্যক্ষ বরাবর লিখিত অভিযোগ দেন শিক্ষার্থীরা। এছাড়া গত ২১ জানুয়ারি ছাত্রলীগ নেতা নূর ইসলামের নেতৃত্বে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করা হয়। পরে পুলিশের সহায়তায় ওই ছাত্রী রক্ষা পান।

এসব ঘটনার কারণে নূর ইসলামের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

মিলন রহমান/এমআরআর/জেআইএম