বাগেরহাটের চিতলমারীর রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির চার স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। শুক্রবার রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।শনিবার দুপুর পর্যন্ত বিষপানে অসুস্থ ৪ স্কুলছাত্রীর অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসকরা। চিতলমারী হাসপাতালে ভর্তি চার স্কুলছাত্রী হলো-মনিষা মৃধা (১৩), অর্পিতা মৃধা (১৩), সেতু মৃৃধা (১৪), টমি মৃধা (১৪)।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রায়গ্রামের একটি পিকনিকের স্পটে বসে ওই চারছাত্রী একসঙ্গে কীটনাশক পান করে। পরে তাদের লোকজন চিতলমারী উপজেলা হাসপাতালে নিয়ে আসে। তবে কি কারণে এক সঙ্গে অষ্টম শ্রেণির চার স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।নাম প্রকাশ না করার শর্তে নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, একটি ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার প্রধান শিক্ষক শিবপদ মজুমদার ওই ছাত্রীদের তাদের অভিভাবকদের নিয়ে শনিবার স্কুলে হাজির হতে বলেন। সেই ভয়ে হয়তো তারা একযোগে বিষপান করে থাকতে পারে।চিতলমারীর রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবপদ মজুদার রাতে মুঠোফোনে জানান, স্কুলে ছেলেরা মেয়েদের খাবার খাওয়ানোকে কেন্দ্র করে বৈঠক ডাকা হয়েছিল। তাই ওই ছাত্রীদের অভিভাবকদের নিয়ে বৈঠকে হাজির হতে বলা হয়েছিল।চিতলমারী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার মো. মামুন হাসান জানান, অসুস্থ ওই চার ছাত্রীর চিকিৎসা চলছে। তাদের অবস্থা আগের থেকে ভালো তবে এখনও শংঙ্কামুক্ত নয়। শওকত আলী বাবু/এসএস/এবিএস