দেশজুড়ে

কসাইখানায় রাখা গরু জবাই করে মাংস নিয়ে গেলো দুর্বৃত্তরা

কিশোরগঞ্জের ভৈরবে কসাইখানায় রেখে যাওয়া গরু জবাই করে মাংস নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২ এপ্রিল) পৌর শহরের ফেরিঘাট পংকু মিয়ার বাজারে এ ঘটনা ঘটে।

গরুর মালিক ফেরিঘাট এলাকার মাংস ব্যবসায়ী সোহাগ মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ফেরিঘাট বাজারে ১২টি গরুর মাংস বিক্রির ঘর রয়েছে। প্রতিদিনই গরু জবাই হয় এ বাজারে। সোহাগ মিয়ার গরু জবাই করে মাংস নিয়ে যাওয়ার বিষয়টি সন্দেহজনক।

ব্যবসায়ী সোহাগ মিয়া বলেন, প্রতিদিনের মতোই রমজান উপলক্ষে জবাই করার জন্য নরসিংদীর নারায়ণপুর থেকে ৬০ হাজার টাকা দিয়ে গরু কিনে নিয়ে আসি। শনিবার (১ এপ্রিল) রাত ১০টায় গরুকে খাবার খাইয়ে বাড়িতে যাই। পরে ভোর ৫টায় এসে দেখি কসাইখানায় গরুর চামড়া পড়ে আছে। জবাই করে কে বা কারা মাংস নিয়ে গেছেন।

তিনি আরও বলেন, কসাইখানার পাশে সিসি ক্যামেরা রয়েছে। তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে থানায় অভিযোগ দেওয়া হবে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, কসাইখানায় গরু জবাইয়ের বিষয়টি দুঃখজনক। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রাজীবুল হাসান/এসআর/জিকেএস