জাতীয়

মালিক-শ্রমিকদের শাস্তির বিধান রেখে আইন সংশোধন হচ্ছে

মালিক ও শ্রমিকদের শাস্তির বিধান রেখে বাংলাদেশ সড়ক পরিবহন আইনের সংশোধনী আনা হচ্ছে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শনিবার দুপুরে হাইকোর্টের সামনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে পরিচালিত অভিযান চলাকালে সাংবাদিকদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও মালিকদের যানবাহনের লাইসেন্স না থাকলে জরিমানা ও মামলা দেয়া হচ্ছে। ফিটনেস ও মিটারবিহীন সিএনজি ডাম্পিংয়ে যাচ্ছে। এক্ষেত্রে কোনো ধরণের ছাড় দেয়া হবে না।    মালিকদের শাস্তি কমিয়ে সড়ক পরিবহন আইনের সংশোধনী কেন আনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা স্বচ্ছতার ভিত্তিতে পরিবহন খাতকে দেখতে চাই। তবে আইন অনুযায়ী যার যা শাস্তি প্রাপ্য তাই করা হচ্ছে। খুব শিগগিরই আইনটির সংশোধনী আনা হচ্ছে।উল্লেখ্য, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন ২০১৫`-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে মন্ত্রি পরিষদ সচিব জানিয়েছিলেন, বিআরটিএর বর্তমান আইনের ভিত্তি দুর্বল। ১৯৮৩ সালের মোটরযান অর্ডিন্যান্সের মাধ্যমে সড়ক পরিবহন সংক্রান্ত বিষয়গুলো পরিচালিত হচ্ছে।এখন পরিবহন খাতে এত উন্নতি ও বিস্তৃত হয়েছে যে, এ অর্ডিন্যান্স এখন আর পর্যাপ্ত নয়। সড়ক পরিবহন কর্তৃপক্ষকে কার্যকর করতে গেলে এর আইনি কাঠামো শক্তিশালী করার প্রয়োজন থেকেই আইনটিতে সংশোধনী আনা হচ্ছে।জেইউ/এএইচ/এবিএস