গাঁজা সেবনের ঘটনায় রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাতজনকে হল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে কলেজের একাডেমিক কাউন্সিল সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃতরা হলেন রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হল ছাত্রলীগের সভাপতি পংকজ দাস, সাধারণ সম্পাদক অমিত বিশ্বাস, সহ-সভাপতি দিব্য রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সজল পাল, সাংগঠনিক সম্পাদক অমিত ঘোষ এবং ছাত্রলীগকর্মী হৃদয় বিশ্বাস ও সাহস বিশ্বাস।
স্থানীয় ও কলেজ সূত্রে জানা যায়, রাজবাড়ী সরকারি কলেজের বিদ্যাসাগর হলের একটি কক্ষে গাঁজা সেবনের ভিডিও ভাইরাল হয়। সেখানে ৩৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, বিদ্যাসাগর হল শাখা ছাত্রলীগের সভাপতি পংকজের সঙ্গে দুই সহযোগী আছেন। এসময় পংকজ কলকে (গাঁজা সেবনের উপকরণ) দিয়ে আয়েশ করে গাঁজা টানছেন। পাশে দুইজন তাকে সহযোগিতা করছেন। গাঁজা সেবনের একপর্যায়ে তিনি নিজের মাথায় থাপ্পড় দিচ্ছেন। ওই তিনজনের বাইরে আরেকজন সিগারেট টানছেন। তাকে দেখা যাচ্ছে না। এছাড়া কেউ একজন সামনে থেকে গাঁজা সেবনের দৃশ্য ভিডিও করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, দিব্য ও সাহস গাঁজা সেবন করছেন।
রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনে আরা খাতুন বলেন, বিষয়টি তদন্ত করে দেখার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর রোববার কলেজের একাডেমিক কাউন্সিলের সভা আহ্বান করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে সভা শুরু হয়। সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে হল থেকে সাত শিক্ষার্থীকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, তাদের মধ্যে ছয়জনকে আগে থেকেই হলের বাইরে থাকতে বলা হয়েছিল। তদন্তে আরেকজনের সংশ্লিষ্টতা পাওয়ায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে।
রুবেলুর রহমান/এমআরআর/এমএস