মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিশু ধর্ষণ মামলায় ইমরান হোসেন ইমন (১৬) নামের ট্রাকের এক হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ এপ্রিল) রাতে উপজেলার বায়না ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন ওই গ্রামের খোরশেদ আলী ওরফে শুকুর আলীর ছেলে।
পুলিশ জানায়, ১৫ ফেব্রুয়ারি ১২ বছরের ওই শিশুকে নির্মাণাধীন ভবনের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে ইমন। শিশুটির বাবা বুধবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম আজাদ খানকে বিষয়টি জানান। পুলিশ সুপারের নির্দেশে এ ঘটনায় থানায় মামলা করেন শিশুর বাবা।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর আসামি গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় ইমনকে গ্রেফতার করা হয়।
বিএম খোরশেদ/এসজে/এএসএম