দেশজুড়ে

শিবগঞ্জে উপজেলা পরিষদ চত্বরেই কর্মী-সমর্থকদের সংঘর্ষ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরেই প্রতিন্দ্বন্দ্বি দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২ রাউন্ড রাবার বুলেট ছোঁড়ে। এসময় উভয়পক্ষের ৪ জনকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন, আওয়ামী লীগ প্রার্থী আব্দুল গফুরের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চঞ্চল (৩৫), স্বতন্ত্র প্রার্থী আলতাফ হোসেনের ছেলে আরাফাত হোসেন (২২), শ্রমিকলীগ নেতা সুলতান মাহমুদ (৩৫) ও জাকারিয়া হোসেন রাজু (২৫)।শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে চেয়ারম্যান প্রার্থীদের বৈধতা যাচাই বাছাই চলছিল। এসময় বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর ও বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মুক্তিযোদ্ধা আলতাফ হোসেনের কর্মী সমর্থকদের সামান্য বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি এবং পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ার ও মারপিটে রুপ নেয়।শিবগঞ্জ থানা পুলিশের ওসি আহসান হাবীব রাবার বুলেটের গুলি ছোঁড়া ও জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।লিমন/এমএএস/আরআইপি