সাতক্ষীরার পৌরশহের রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় তাসলিমা খাতুন (৫২) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ তাসলিমা সদর উপজেলার লাবসা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, গৃহবধূ তাসলিমা খাতুন সকাল ৯টার দিকে শহরের চৌরঙ্গির মোড়ে সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আক্তার মারুফ মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসজে/এমএস