দেশজুড়ে

নীলফামারীতে বিজিবির ডিজি আসছেন রোববার

৫৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতর স্থাপন হতে যাচ্ছে নীলফামারীতে। এজন্য জমি অধিগ্রহণসহ ভবন নির্মাণের অর্থ বরাদ্দ করা হয়েছে। তাই ৬ মার্চ নীলফামারী আসছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এদিন বেলা ১১টায় তিনি নীলফামারীর দারোয়ানী নামক স্থানে ৫৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদর দফতর স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে এলাকাটি পরিদর্শন করবেন। সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।জাহেদুল ইসলাম/এমজেড/আরআইপি