দেশজুড়ে

সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে আওয়ামী লীগ ১০ আসনও পাবে না: হারুন

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনেও জিততে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদ।

তিনি বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নেই। অথচ ক্ষমতায় না থাকলে তারাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে আন্দোলন করেছেন। এমন কর্মকাণ্ডের জন্য দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না।’

শনিবার (৮ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও পূর্ব-ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি করা হয়।

হারুনুর রশীদ বলেন, দেশের আলেম-ওলামাদের মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি রাখা হচ্ছে। আর গ্রামগঞ্জে বন্ধ করে দেওয়া হচ্ছে ইসলামের তাফসির মাহফিল। অথচ নাচ-গান ঠিকই চলছে। এই হলো আওয়ামী লীগের ধর্মনিরপেক্ষ নীতি।

তিনি বলেন, চলমান আন্দোলনে আমরা জনগণের অধিকার আদায় করেই ঘরে ফিরবো। বর্তমানে দেশের রাজনীতির ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কতিপয় লোক জোরপূর্বক ক্ষমতা দখল করে বসে থাকবে। অথচ আমরা নাকি এর প্রতিবাদ করতে পারবো না। তাই সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে অবৈধ সরকার পতনের আন্দোলন-সংগ্রাম গতিশীল রাখতে হবে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষকদলের সদস্য সচিব তাসেম আলী, বিএনপি নেতা নজরুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম তারিফ, বিএনপি নেতা আব্দুল বারেক প্রমুখ।

সোহান মাহমুদ/এএএইচ