আন্তর্জাতিক

সিরিয়ায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে নিহত ১৩৫

সিরিয়ায় যুদ্ধবিরতির প্রথম সপ্তাহেই নিহত হয়েছে শতাধিক মানুষ। দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস শনিবার জানায়, বিভিন্ন সহিংসতায় বিদ্রোহী এবং ইসলামিক জঙ্গি সংগঠনের ৪৫ সদস্য এবং ৩২ বেসামরিক নিহত হয়েছে। এদের মধ্যে সাত শিশুও ছিল। যুদ্ধবিরতির সময়ও বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী। বিরোধী পক্ষগুলো এবং বেসামরিক নাগরিকরা এমনটাই দাবী করছেন। ফেব্রুয়ারির ২৭ থেকে মার্চের ৫ তারিখ পর্যন্ত আসাদের হয়ে লড়াইয়ে অংশ নেয়া ২৫ যোদ্ধা এবং সিরিয়ার কুর্দিশ বাহিনীর ২৫ যোদ্ধা নিহত হয়েছে। যুদ্ধবিরতির বাইরে থাকা এলাকাগুলোতে ৫৫২ জন নিহত হয়েছে।  টিটিএন/এমএস