দেশজুড়ে

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় ৩ জেলে আটক

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগ। সোমবার (১০ এপ্রিল) রাতে তাদের আটক করা হয়।

মামলা দিয়ে মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার জেলেরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার মালিডাঙ্গা গ্রামের বাসিন্দা আমিন উদ্দিন শেখের ছেলে শহিদ আলী শেখ (৫০), রহমান ইজারদারের ছেলে মিরাজুল ইজারদার (২৩) ও উজলকুড় গ্রামের জাকির শেখের ছেলে রহিম শেখ।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মাহবুব হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে বনের চরাপুটিয়ার খোন্তাকোদাল খালে অন্যান্য দিনের মতো নিয়মিত টহল দিচ্ছিলেন বনপ্রহরীরা। ওই সময়ে খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় তিন জেলেকে আটক করা হয়। এসময় একটি বিষের বোতল, বিষমিশ্রিত ১০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ, দেড় হাজার ফুট ঘন জাল ও একটি নৌকা জব্দ করা হয়।

এর আগে শনিবার (৮ এপ্রিল) বনের করমজল এলাকা থেকে তিন জেলেকে আটক করে মামলা দিয়ে কারাগারে পাঠায় বনবিভাগ।

আবু হোসাইন সুমন/এসআর/এএসএম