চাঁপাইনবাবগঞ্জে নিজেরা ইফতার পার্টি না করে সেই অর্থ থেকে সমাজের অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে বিজিবি।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন ক্যাম্পে ২৬০ জনের মধ্যে এ ইফতারি বিতরণ করা হয়।
ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
আরও উপস্থিত ছিলেন ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন।
বিজিবি জানায়, পবিত্র রমজান মাসের ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সংকোচন নীতির আহ্বানে এ আয়োজন করা হয়েছে।
সোহান মাহমুদ/এসআর/এএসএম