দেশজুড়ে

ইফতার পার্টি না করে অসহায়দের ইফতারি দিলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে নিজেরা ইফতার পার্টি না করে সেই অর্থ থেকে সমাজের অসহায় মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে বিজিবি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিজিবি ৫৯ (রহনপুর) ব্যাটালিয়ন ক্যাম্পে ২৬০ জনের মধ্যে এ ইফতারি বিতরণ করা হয়।

ইফতারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

আরও উপস্থিত ছিলেন ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর খন্দকার শাহরিয়ার আলম ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন।

বিজিবি জানায়, পবিত্র রমজান মাসের ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যয় সংকোচন নীতির আহ্বানে এ আয়োজন করা হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এএসএম