জাতীয়

নবাবপুরের ‘ডিসেন্ট পেস্ট্রি শপ’কে তিন লাখ টাকা জরিমানা

ঢাকার নবাবপুরে নোংরা পরিবেশ ও ফ্রিজারে লেবেলহীন খাদ্যে মজুতের অপরাধে ‘ডিসেন্ট পেস্ট্রি শপ’ নামে একটি বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ এপ্রিল) কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ব্যবসা সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

অভিযানে প্রতিষ্ঠানটিকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুত ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্যসংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সম্বলিত পোস্টার প্রদান করা হয়।

এসময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও অন্যান্য কর্মকর্তা এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএ/এমএস