এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশ-ভারত ম্যাচের টিকেট না পেয়ে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়েছে।পুলিশি আক্রমণে অসংখ্য মানুষ আহত হয়েছেন অভিযোগ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিকিট প্রত্যাশীদের আন্তরিকভাবে বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত না করে তাদের উপর ব্যাপক লাঠিচার্জ ও নির্বিচারে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। যে নিষ্ঠুর আচরণ করেছে তা নজীরবিহীন।’ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘বর্তমানে বাংলাদেশ যে একটা অমানবিক পুলিশি রাষ্ট্র তা আবারো গতকালের (শুক্রবার) ঘটনায় প্রমাণ হল। ক্ষমতার মোহে মোহাচ্ছন্ন বর্তমান ভোটারবিহীন সরকারের টিকে থাকার ভিত্তি হচ্ছে লাঠি ও বন্দুক।``এ সরকার জনগণের সমর্থন নয়। সে জন্যই জনতার ভিড় দেখলেই ভয়ে গুলি আর লাঠি চালাতে তারা দ্বিধা করে না। জনগণ আজ নিজ দেশে পরবাসী হয়ে পড়েছে` বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এমএম/আরএস/আরআইপি