দেশজুড়ে

শরীয়তপুরে জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১

শরীয়তপুরের জাজিরায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া হাওলাদার (৩৬) নামে একজন নিহত হয়েছেন। রোববার সকাল ১০ টায় জাজিরা উপজেলা জয়নগর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া হাওলাদার লালমিয়া হাওলাদারের ছেলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।জাজিরা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের নাগিব মোল্লা ও বাশার মোল্লার সঙ্গে একই গ্রামের সোনা মিয়া হাওলাদারের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকাল ১০টার সময় উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের এক পর্যায়ে নাগিব মোল্লা, জুয়েল মোল্লা ও পান্নু খাঁ কাটা রাইফেল ও নাইন এমএম পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে। এ সময় সোনা মিয়া হাওলাদার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।এ ব্যাপারে জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে জাজিরা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছগির হোসেন/এসএস/এমএস