দেশজুড়ে

লক্ষ্মীপুরে মাদক কারবারির ৫ বছরের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ওসমান গনি (২৪) নামে এক মাদক কারবারির পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১২ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালতে আসামি ওসমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে বিচারক তার কারাদণ্ড দিয়েছেন। রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।

দণ্ডপ্রাপ্ত ওসমান লক্ষ্মীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর মজুপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে। তার বিরুদ্ধে থানায় আরও দুটি মাদক মামলা আছে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৮ অক্টোবর লক্ষ্মীর শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা পৌর এলাকার ঝুমুর সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ওসমানকে আটক করে। এ সময় তার কাছে থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়। পরদিন শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) এসএম আবু মুসা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন।

একই বছর ৩ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর মডেল থানার এসআই প্রেমানন্দ মন্ডল তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।

কাজল কায়েস/এসজে/এএসএম