নওগাঁর মহাদেবপুরে মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগ চারটি কারখানায় অভিযান চালিয়ে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার মেইন রোড বুলবুল সিনেমা হল এবং নওহাটা মোড়ে অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসান বলেন, বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করে রাখায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। উপজেলার মেইন রোড সংলগ্ন ভাই ভাই বিস্কুট ফ্যাক্টরির মালিক ইস্রাফিল ও নিউ ভাই ভাই ব্রেড অ্যান্ড ফুড ফ্যাক্টরির মালিক মোসাদ্দেক হোসেনকে ১৫ হাজার করে, মেসার্স শহিদুল ফুড ফ্যাক্টরির মালিক শহিদুল ইসলামকে ২৫ হাজার এবং খুশি চিড়া ও মুড়ির মিল মালিক ইনছের আলী মোল্লাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ভেজাল সেমাইসহ সেমাই তৈরির উপাদান ধ্বংস করা হয়।
আব্বাস আলী/এসআর/জিকেএস