কুড়িগ্রামে দুই টাকার সবজি বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম স্বাধীনতার বিজয় স্তম্ভে আনুষ্ঠানিক এ বাজার চালু করা হয়। ঈদের আগের দিন পর্যন্ত এ বাজার চলবে।
উদ্বোধনী দিনে দেড় শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে এক কেজি আলু, বেগুন, একটি করে মিষ্টি কুমড়া, লাউ এবং ডিম দেওয়া হয়। দুই টাকায় ২০০ টাকার সবজি পেয়ে সবাই খুশি।
আরও পড়ুন: রংপুরে স্থিতিশীল সবজি বাজার
সদরের বেলগাছা ইউনিয়নের আরাজি পলাশবাড়ী গ্রামের প্রতিবন্ধী আকবর আলী বলেন, সারাদিন ভিক্ষা করেও দুশ টাকা জোটে না। সেখানে মাত্র দুই টাকায় প্রায় ২০০ টাকার সবজি পেলাম। সঙ্গে একটা ডিমও পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। চলতি মাসে ডিম ভাগ্যে জোটেনি। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশির্বাদের মতো।
ফুল সংগঠনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, দুই টাকা দিয়ে গরিব মানুষ ডিমসহ পাঁচটি পণ্য ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে ২০০ মানুষের মাঝে বিতরণ করা হবে।
কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ফুল সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে সবধরনের সহায়তা থাকবে।
ফজলুল করিম ফারাজী/আরএইচ/জেআইএম