কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. জাকির হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার দুপুরে নগরীর একটি হোটেলে সাংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন জানান, তৃণমূলের নেতাকর্মীরা আমাকে সমর্থন দিয়েছে এবং বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়ে গণসংযোগ চালিয়ে আসছিলাম। মনোনয়ন দেয়ার পর দলের ফান্ডে টাকা দিতে কতিপয় নেতাকর্মী অব্যাহতভাবে চাপ ও হুমকি দেয়ায় বাধ্য হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী ঢাকা থেকে মুঠোফোনে জানান, কেউ ওই চেয়ারম্যান প্রার্থীর নিকট টাকা দাবি করেনি, অন্য প্রার্থীর সঙ্গে আঁতাত করেই সে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বলে জানতে পেরেছি। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি