খেলাধুলা

নতুন মাইল ফলকের সামনে সাকিব

ক্রিকেটের যে কোন ফর্মেটেই সাকিব আল হাসানের জয় জয়কার। একের পর এক রেকর্ড করে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ডের সামনে বিশ্বসেরা অলরাউন্ডার।চার বছর পর আবারও এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। আর এ ফাইনালে ৪৭ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে এক হাজার রান করার গৌরব অর্জন করবেন সাকিব আল হাসান। এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ২৪ জন ব্যাটসম্যান এক হাজার রান পূর্ণ করেছেন। বর্তমানে টি-টোয়েন্টি ৯৫৩ রান নিয়ে বাংলাদেশীদের ভেতর সবার উপরে রয়েছেন সাকিব।তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। বিপিএল, জিম্বাবুয়ে সিরিজ, পিএসএল হতে শুরু করে এশিয়া কাপের শুরু দুই ম্যাচেও রান পাননি তিনি। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্বশীল ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন এ অলরাউন্ডার।এমআর/পিআর