অর্থনীতি

ডিএসইতে বছরের সর্বনিম্ন লেনদেন

সপ্তাহের শুরুতে রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় বাজারেই সূচকের সঙ্গে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। কমছে লেনদেন হওয়া ভেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। ঢাক স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমে দাঁড়িয়েছে ৩০০ কোটি টাকায়। যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।বাজার বিশ্লেষণে দেখা গেছে, রোববার ডিএসইতে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৩৬ কোটি টাকা বা ১০ দশমিক ৭১ শতাংশ কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকা। এর আগে গত ১৭ ডিসেম্বর ডিএসইতে ২৮৬ কোটি টাকা লেনদেন হয়েছিল। এর পরে লেনদেন বাড়তে থাকলেও আড়াই মাসে এতোটা নিচে নামেনি।দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে চার হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৭ পয়েন্ট কমে ১ হাজার ৭৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে ১ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে।ডিএসইতে ৩১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৮৪টির, কমেছে ১৯০টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের।দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ৪৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৫০ সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে, সিএসই ৩০ সূচক ৮১ পয়েন্ট কমে ১২ হাজার ৪০৭ পয়েন্টে এবং সিএএসপিআই ৮১ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করছে।এদিন সিএসইতে মোট ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১৪৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৩৩ কোটি ৬৭ লাখ টাকার।এসআই/এসকেডি/এবিএস