দেশজুড়ে

প্রতিবন্ধীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

যশোরে প্রতিবন্ধী এক তরুণীকে (২২) গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার রামনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আটকরা হলো, সদর উপজেলার মোবারককাটি গ্রামের পুটের ছেলে রাশেদ (২৪) ও শাকেরের ছেলে রাসেল (২৪)।কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, এলাকারবাসীর সহযোগিতায় সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবন্ধী তরুণী গণধর্ষণ মামলার আসামি রাশেদ ও রাসেলকে গ্রেফতার করা হয়েছে।তিনি আরো বলেন, ৩ মার্চ মধ্যরাতে সদর উপজেলার মোবারককাটি গ্রামে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের ঘটনা ঘটে। এরপর ৪ মার্চ ওই তরুণীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলার আসামিরা হলেন, সদর উপজেলার মোবারককাঠি গ্রামের কওছার আলী ঝুলার ছেলে জাকারিয়া, পুটের ছেলে রাশেদ ও শাকেরের ছেলে রাসেল। এ মামলায় রাসেল ও রাশেদকে গ্রেফতার করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায় ওই তরুণী। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে এলাকার প্রফেসরের পরিত্যক্ত ইট ভাটায় নিয়ে যায়। এরপর তিনজন তরুণীকে ধর্ষণ করে। এরপর ওই তরুণীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে বৈদ্যুতিক আলোয় তাদের দেখে চিনে ফেলেন প্রতিবেশিরা। মেয়েটি শারীরিক ও বুদ্ধি-প্রতিবন্ধী বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।মিলন রহমান/এআরএ/পিআর