লক্ষ্মীপুরে রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জামিল হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার চরবংশী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিল চরবংশী গ্রামের জাহের মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় জামিল আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিপন বড়ুয়া বলেন, ঘটনাটি শুনেছি। শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কাজল কায়েস/এমআরআর/জিকেএস