দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে যুবক হত্যায় চারজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে যুবককে হত্যায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার মরদনা তেতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়ার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মোহা. মুকুল।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ করে আরও ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা ১০ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম