দেশজুড়ে

নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় আহত ৮

পিরোজপুরের নাজিরপুরে নির্বাচনী সহিংসতায় ৮ জন আহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, হাসান শেখ (৪৮), রবিউল ভূঁইয়া (২৩), সজীব শেখ (২৩), আছাদ কবিরাজ (৩২) ও বিনয় মালি (৪৫)। বাকিদের পরিচয় জানা যায়নি। তবে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, উপজেলার ৭নং শেখমাটিয়া ইউনিয়নের গড়ঘাটা ও রঘুনাথপুরে পৃথক হামলায় আ.লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকরা বিএনপি সমর্থিত চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের উপর এ হামলা করেন।  ওই ইউনিয়নের ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. তৌহিদুল ইসলাম অভিযোগ করেন, রোববার বেলা সাড়ে ১১টার দিকে তার ৫ থেকে ৬ জন কর্মী গরঘাটা হরিসভা মন্দিরের কাছে পোস্টার সাটাচ্ছিলেন। এমন সময় নৌকা প্রতীকের সমর্থক ও স্থানীয় আ.লীগ কর্মী তুহিন শেখ, মোয়াজ্জেম শিকদার, একরামুল শিকদার, খোকন মোল্লাসহ ১০ থেকে ১২ জন কর্মী মোটরসাইকেলে করে এসে তাদের উপর হামলা চালায়। আহতরা জানান, এ ব্যাপারে কোনো আইনী ব্যবস্থা নিলে তাদের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়া হবে বলে হামলাকারিরা হুমকি দেন।  এ ব্যাপারে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কাইয়ুমুজ্জামান জানান, তিনি ঘটনার সময় এলাকায় ছিলেন না। ঘটনাটি মোবাইল ফোনে শুনে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে বিষয়টি নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া রোববার ১২টার দিকে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মো. মোস্তাজির মোল্লার পোস্টার স্থানীয় রঘুনাথপুর হাইস্কুল এলাকায় লাগানোর সময় তার স্কুল পড়ুয়া ছেলে সাকিল আহম্মেদসহ (১২) ৩ জনকে বেদম মারধর করে স্থানীয় আ.লীগ সমর্থিত মেম্বার প্রার্থী মো. জাকির শেখের সমর্থকরা। এসময় সাকিল আহম্মেদকে পার্শ্ববর্তী একটি ডোবায় ফেলে সেখানের পানিতে চুবানো হয়।হাসান মামুন/এমএএস/পিআর