পুলিশি বাধা উপেক্ষা করেও প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ঘোষিত টিএসসিতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১টা থেকে এই কনসার্টের শুরু হয়। ছাত্র ইউনিয়ন জবি শাখা কনসার্টটির আয়োজন করে । তবে পুলিশের বাধায় কনসার্টটি শুরু হতে এক ঘণ্টা বিলম্ব হয়।জানা গেছে, কনসার্টের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমতি নেয়া হয়নি বলে সূত্রাপুর থানা পুলিশ এই কনসার্ট আয়োজনে বাধা দেয়।কিন্তু ছাত্র ইউনিয়নের তরফ থেকে দাবি করা হয়, টিএসসি বিশ্ববিদ্যালয়ের বহির্ভূত কোনো স্থান নয় বিধায় বিশ্ববিদ্যালয়ের আর ১০টি অনুষ্ঠানের ন্যায় কনসার্টের জন্যও কোনো অনুমতির প্রয়োজনবোধ করা হয়নি।এ প্রসঙ্গে শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন বলেন, “দেশের কোনো ক্যাম্পাসেই টিএসসিতে অনুষ্ঠান করতে কোনো পুলিশি অনুমতির প্রয়োজন নেই।”শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আল আমিন বলেন, এই কনসার্টের উদ্যোক্তা ছাত্র ইউনিয়ন হলেও শুরু থেকেই শিক্ষার্থীদের পূর্ণ সমর্থন ও অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা একটি সফল আয়োজন সম্পন্ন করতে পেরেছি। তিনি আরো বলেন, পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা দৃঢ়তা প্রদর্শন না করলে আজকের কনসার্ট আয়োজন সম্ভব হত না। কনসার্ট আয়োজন নির্বিঘ্ন করতে সার্বিক সহায়তা করায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইংরেজি বিভাগের আধ্যাপক নাসির উদ্দিন আহমেদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। ইংরেজি বিভাগের শিক্ষক সৌম্য সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। এরপর একে একে গান পরিবেশন করে ব্যান্ডদল অপ্রকাশিত, ব্যাকস্টেজ, জোডিয়াক, গল্প, চিত্রপট, সহজিয়া ও চিৎকার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি সংসদ তাদের পরিবেশনা নিয়ে কনসার্টে অংশ নেয়। কনসার্ট শেষে বাংলাদেশ-ভারতের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি বড় পর্দায় প্রদর্শনের আয়োজন করে ছাত্র ইউনিয়ন জবি সংসদ।শওকত-ইলিয়াস মঞ্চের যাত্রা শুরু : ধারাবাহিকভাবে টিএসসিতে সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে গত কয়দিন ধরে সেখানে একটি মঞ্চ নির্মাণ করা হয়। প্রাক্তন জগন্নাথ কলেজের দুই জন বিখ্যাত শিক্ষক শওকত আলী ও আখতারুজ্জামান ইলিয়াসের নামে মঞ্চের নামকরণ করা হয় ‘শওকত-ইলিয়াস মঞ্চ’।উল্লেখ্য, গত শীতকালীন ছুটির আগেও ছাত্র ইউনিয়নের নেতৃত্বে এ জমি দখলমুক্ত করা হয়। কিন্তু ছুটির মধ্যে ছাত্রলীগের নেতাদের যোগসাজশে এটি বস্ত্র ব্যবসায়ীদের নিকট ইজারা দেয়া হয়। তারপর গত ৪ ফেব্রুয়ারি পুনরায় এটি দখলমুক্ত করে স্থায়ীভাবে টিএসসি নির্মাণের জন্য ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়।সুব্রত মণ্ডল/এসকেডি/আরআইপি