দেশজুড়ে

বেলাবতে আ.লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সভাপতির সংবাদ সম্মেলন

নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বাণিজ্যের পর এবার কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। রোববার বিকেল ৪টার দিকে বেলাব উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলা হয়।এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সমসের জামান রিটন সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, আপনি জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরুর (বীর প্রতিক) নাম ব্যবহার করে প্রচার করছেন উপজেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের পর পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থতা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন উদাসীনতার কারণ প্রচার করছেন। অথচ জেলা আওয়ামী লীগ তার কিছুই জানেনা। ফলে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন আসে। আসলে আপনার উদ্দেশ্য কি ? সভাপতি আরও বলেন, বিগত ২টি উপজেলা নির্বাচন, সাংগঠনিক কর্মকাণ্ড এবং এবারের ইউনিয়ন পরিষদে মনোনয়নে আপনার ভূমিকা সকল নেতা-কর্মী জানেন। আপনি দল নিয়ে ষড়যন্ত্র না করে দলের স্বার্থে কাজ করুন। অন্যথায় দলের নেতা-কর্মীরা রাজনীতি থেকে আপনাকে বর্জন করবে।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন প্রধান, সালাউদ্দিন আহমেদ, আতাউর রহমান ভুইঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মেরাজ মাহমুদ মিরাজ, দফতর সম্পাদক আবু তাহেরসহ শতাধিক নেতাকর্মী।এই ব্যাপারে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের পর নির্ধারিত সময়ে আমরা পূর্ণাঙ্গ কমিটি গঠনে ব্যর্থ হয়েছি। যেখানে আমরা কমিটিই করতে পারিনি সেখানে কমিটির কার্যকারিতার কি আছে ? আমাদের স্বাক্ষর ছাড়াইতো কেন্দ্রীয় আওয়ামী লীগ দলীয় প্রার্থী নির্বাচন করেছে। আমার রাজনৈতিক কোনো উচ্চবিলাস নাই। তাই দল নিয়ে ষড়যন্ত্র করার কোনো ইচ্ছাই নেই। আমি এখন রাজনীতি থেকে অবসর নেয়ার চিন্তাভাবনা করছি।প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ ডিসেম্বর বেলাব উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমসের জামান ভুইঞা রিটন সভাপতি ও মনিরুজ্জামান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। কিন্তু সভাপতি-সাধারণ সম্পাদকের বিপরিতমুখী অবস্থানের কারণে দীর্ঘ সোয়া বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। সম্প্রতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা।সঞ্জিত সাহা/ এমএএস/পিআর