নারায়ণগঞ্জে পৃথক পৃথক ঘটনায় দুইজন বখাটেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিলু রায় এবং দুপুরে বন্দর উপজেলার নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজনীন ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার নবীনগর এলাকার রতন মিয়ার ছেলে অনিক এবং বন্দর মাহমুদ নগর কলাবাগান এলাকার মোতালেবের ছেলে ইমন।ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এবি সিদ্দিক জাগো নিউজকে জানান, ফতুল্লার নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় হতে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করছেন উক্ত শিক্ষার্থী। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই থানার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে। পরীক্ষা দিতে আসা যাওয়ার সময় বখাটে অনিক তাকে উত্যক্ত করে আসছিল। রোববার দুপুরে পরীক্ষা শেষে বাসায় যাওয়ার পথে তাকে উত্যক্ত করলে স্থানীয় জনতা অনিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে ওই এসএসসি পরীক্ষার্থীসহ গ্রেফতারকৃতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে দুজনের বক্তব্য শুনে আদালত বখাটে অনিককে ২ বছরের কারাদণ্ড দেন।অপরদিকে ইউএনও মিনারা নাজনীন জাগো নিউজকে জানান, বন্দর সোনাকান্দা ডকইয়ার্ড ইঞ্জিনিয়ার হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে শনিবার রাতে ইমন নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে তাকে হাজির করা হয়। পরে সে আদালতে নিজের দোষ স্বীকার করায় তাকে এক মাসের সাজা প্রদান করা হয়। শাহাদাত হোসেন/এফএ/আরআইপি