দেশজুড়ে

ফেনীতে গাছচাপায় পলিটেকনিক ছাত্রের মৃত্যু

ফেনীতে গাছচাপায় রেজাউল করিম রাজু নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। রেজাউল করিম রাজু ফেনী পলিটেকনিক ইনিস্টিটিউটের ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে রেজাউল করিম রাজু বাড়ির পাশের আরও দুই সহযোগীকে নিয়ে একটি গাছ কাটছিলেন। গাছের কিছু অংশ কাটা হলে রাজুসহ তিনজন গাছটি টানার চেষ্টা করেন। এসময় গাছটি রাজুর ওপর পড়ে। এতে রাজুর মাথা ও বুকে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেমুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মাসুদ তালুকদার জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/এএসএম