অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না ক্রিকেটপ্রেমীদের। আর মাত্র দেড় ঘণ্টার মধ্যে মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এশিয়াকাপ ফাইনাল খেলা শুরু হতে যাচ্ছে। যদিও বৃষ্টি ম্যাচ শুরুর সম্ভাবনাকে ঝুলিয়ে রেখেছে।রোববার বিকেলে স্টেডিয়াম এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায়, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ হন্যে হয়ে টিকিট খুঁজছে মাশরাফিদের জয়ের দৃশ্য নিজ চোখে দেখার জন্য।পুলিশের তুমুল বাধার মুখে সকালে স্টেডিয়াম এলাকা থেকে সরে যেতে হয় টিকিট কিনতে আসা ক্রিকেটপ্রেমী দর্শকদের।কিন্তু মাঠে বল গড়ার অল্প কিছু সময় আগেও বিভিন্ন বয়সের মানুষ একটি টিকিটের খোঁজে স্টেডিয়ামের কাছে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা মানুষদের কাছে জিজ্ঞেস করছে টিকিট বিক্রি করবে কিনা।এই প্রতিবেদকের কাছেও একাধিক ক্রিকেটপ্রেমী টিকিটের সন্ধান জানতে চেয়েছেন। মাঝ বসয়ী একজন বলেই ফেলেন, ‘ভাই টিকিট আছে?’টিকিট না পাওয়া একাধিক জনের সাথে কথা বলতেই নানা আক্ষেপ নিয়ে বলেন, বিশ্বে খেলাধুলার দিক থেকে বাংলাদেশ এগিয়ে। শুধু তাই নয় দর্শকদের সমর্থনও পায়। কিন্তু এরপরও সংশ্লিষ্টরা ক্রিকেট খেলার টিকিটের ব্যাপারে উদাসীন।এ বছরের মত টিকেট বিড়ম্বনায় ক্রিকেটপ্রেমীদের আর যেন না পরতে হয়, সেই বিষয়ে গণমাধ্যমকে সোচ্চার হওয়ার পরামর্শ দেন তারা।এমএম/এসএইচএস/পিআর