ঢাকায় বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন চিমিয়াও ফ্যান। সোমবার বাংলাদেশের নতুন কর্মস্থলে যোগ দেবেন তিনি। বাংলাদেশের পাশাপাশি তিনি নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বও পালন করবেন।রোববার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।এর আগে চিমিয়াও ফ্যান ইউক্রেন, বেলারুশ ও মালদোভায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্বপালন করেন। ১৯৯১ সালে তিনি বিশ্বব্যাংকে যোগ দেন। এছাড়া তিনি চীনসহ বিভিন্ন দেশের বেসরকারি খাতে উচ্চপদে কাজ করেন।চীনা নাগরিক চিমিয়াও ফ্যান যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিকসে গবেষক হিসেবে কাজ করেন। তিনি মূলত উন্নয়ন অর্থনীতি নিয়েই বেশি কাজ করেছেন।বার্তায় নতুন এই প্রধান বলেন, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে আরো নিবিড় ভাবে কাজ করতে চাই। সম্পর্কের নতুন মাত্রা তৈরি করার ইচ্ছে নিয়ে কাজ শুরু করব। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে যে মধ্যম আয়ের দেশ হতে চেয়েছে তাতেও অবদান রাখতে চান বলে জানান তিনি।এসএ/এসকেডি/এবিএস