এখনও পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি দিল্লি ক্যাপিটালস। আগের ম্যাচে বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে খেলিয়েও কোনো লাভ হয়নি দিল্লির। শ্বাসরূদ্ধকর ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে গিয়েছিলো তারা। বল হাতে মোস্তাফিজুর রহমান শুরুতে ভালো করলেও, শেষ ওভারে ১৫ রান দিয়ে ম্যাচের গতি পরিবর্তন করে দেন।
বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্সের বিপক্ষে আজ টস করতে নেমে জয় পেলেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টস জিতেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করতে পাঠালেন স্বাগতিকদের। এই ম্যাচেও দিল্লি একাদশে রয়েছেন মোস্তাফিজুর রহমান।
দিল্লি একাদশে একজন বিদেশি পরিবর্তন করা হয়েছে। রোভম্যান পাওয়েলের পরিবর্তে একাদশে নেয়া হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শকে।
এ রিপোর্ট লেখার সময় বেঙ্গালুরুর রান ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭। ১৬ বলে ২২ রান করে আউট হয়েছে ফ্যাফ ডু প্লেসি। ১৭ বলে ২১ রান করে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি এবং ৪ বলে ৩ রানে রয়েছেন মহিপাল লমরোর।
বেঙ্গালুরু একাদশ
ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), বিরাট কোহলি, মহিপালর লমরোর, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আজমেদ, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিদু হাসারাঙ্গা, হার্শাল প্যাটেল, ওয়েন পার্নেল, মোহাম্মদ সিরাজ, বিজয়কুমার বশাক।
দিল্লি ক্যাপিটালস একাদশ
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, যশ ডুল, মানিশ পান্ডে, অক্ষর প্যাটেল, ললিত যাদব, আমান খান, অভিষেক পোরেল (উইকেটরক্ষক), কুলদিপ যাদব, অ্যানরিখ নরকিয়া, মোস্তাফিজুর রহমান।
আইএইচএস/