দেশজুড়ে

গাজীপুরে ঝড়ে নেটওয়ার্ক টাওয়ার ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গাজীপুর শহরের ভাওয়াল রাজবাড়ির অভ্যন্তরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের নেটওয়ার্কিং টাওয়ার ভেঙে পড়েছে। টাওয়ারটি পাশের বিদ্যুৎ লাইনের উপর পড়ায় জেলা শহরে দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম জানান, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে হটাৎ ঝড় শুরু হলে হিসাবরক্ষণ কার্যালয়ের টাওয়ারটি ভেঙে পার্শ্ববর্তী বিদ্যুতের লাইনের উপর পড়ে শর্টসার্কিট হয়ে যায়। এতে জেলা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি জানান, টাওয়ারটি বিদ্যুতের লাইন থেকে সরানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।গাজীপুর পল্লী বিদ্যুতের ছায়াবীথি জোনাল অফিসের ডিজিএম মো. ইব্রাহিম খলিল জানান, ওই টাওয়ারটি বিদ্যুতের তারে পড়ে শর্টসার্কিট হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টাওয়ারটিকে বিদ্যুতের লাইনের উপর থেকে সরিয়ে নেয়া হলে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। আমিনুল ইসলাম/এমএএস/পিআর