দেশজুড়ে

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো আড়াই টন আম জব্দ

সাতক্ষীরার কালিগঞ্জে রাসায়নিক ব্যবহার করে পাকানো আড়াই টন গোবিন্দভোগ আম জব্দ করা হয়েছে। পরে সেগুলো পিকআপের চাকায় পিষে নষ্ট করা হয়।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় উপজেলার সোহওয়ার্দী পার্কে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাহার আলীর উপস্থিতিতে আমগুলো নষ্ট করা হয়। এর আগে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপভর্তি আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

আমগুলোর বিনষ্টের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দীন, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক নকিব পান্নু প্রমুখ।

মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল জানান, একটি পিকআপভর্তি অরিপক্ব আম রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদ ছিল আমাদের কাছে। তার ভিত্তিতে মৌতলা বাজার সংলগ্ন এলাকা থেকে আমগুলো জব্দ করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী জাগো নিউজকে বলেন, মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফা লাভের আশায় রাসায়নিক দিয়ে আম পাকিয়ে বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। আমগুলো এখনো পাকার সময় হয়নি। বাইরে থেকে পাকা মনে হলেও সেগুলো আসলে অপরিপক্ব। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএইচআরআর/কেএএ