দেশজুড়ে

নড়াইলে প্রতিপক্ষের গুলিতে আহত যুবক

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রতিপক্ষের গুলিতে সাহাবুর মোল্যা (৩৪) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের উত্তর মঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের সাবেক ইউপি সদস্য লিপন শেখের সঙ্গে একই গ্রামের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামালের বিরোধ চলে আসছিল।

গত বছর ডিসেম্বরে মোস্তফা কামালের লোকজন রাত সাড়ে ৯টার দিকে হামলা চালিয়ে লিপন শেখের হাত-পা কেটে বিচ্ছিন্ন করে ফেলে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওই গ্রামে মোস্তফা কামালের পক্ষের লোক সাহাবুর মোল্যা মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। পথে লিপনের লোকজন তাকে গুলি করে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জাগো নিউজকে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। গুলির বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাফিজুল নিলু/এসজে/জেআইএম